ইউটিউব চ্যানেল নাম (১৪০+মজার ও নতুন নাম)

যারা ইউটিউব নিয়ে কাজ করতে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আর্টিকেলের টপিক হলো ইউটিউব চ্যানেল নাম। কারণ বর্তমানে যারা ইন্টারনেট চালান তারা প্রায় সবাই ইউটিউব চেনেন। এটি একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। 

আর ইউটিউবে কোটি কোটি চ্যানেল রয়েছে। এসব চ্যানেলের একটি বৈশিষ্ট্য আছে যে একজনের চ্যানেলের নামের সাথে যেন আরেকজনের চ্যানেলের নাম না মিলে যায়। তাছাড়া যারা যেসব বিষয় নিয়ে চ্যানেল খোলে তারা সাধারণত সেসব বিষয়ের সাথে মিল রেখে নাম নির্ধারণ করেন। ইউটিউবে সফল হওয়ার ক্ষেত্রে একটি ভালো youtube চ্যানেলের নাম খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে।

একটি YouTube চ্যানেলের নাম হল এই প্ল্যাটফর্মে ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করার একটি গুরুত্বপূর্ণ অংশ।  আপনার চ্যানেলের নাম ভালো ও আকর্ষণীয়  হলে দর্শকদের জন্য Google এবং YouTube-এর মাধ্যমে আপনাকে খুঁজে পাওয়া সহজ হবে।  উপরন্তু তারা মনে রাখবে আপনি কে এবং তাদের বন্ধুদের কাছে আপনাকে সুপারিশ করবে।

যাইহোক আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের নাম ঠিক করতে শুরু করেন, আপনি তখন বুঝতে পারবেন যে এ কাজটি ততটা সহজ নয় যতটা আপনি ভেবেছিলেন।

আপনি আপনার পছন্দসই একটি নাম ঠিক করলেন এবং সেটা সেট করতে গিয়ে দেখলেন এই নামে অনেক জনপ্রিয় চ্যানেল আছে তখন নিশ্চয়ই মনটা খারাপ হয়ে যাবে। অথবা অনেকে হয়ত বুঝতে পারছেন না কি নাম দিবেন চ্যানেলের।

তাই আপনার চিন্তা দূর করতে আজকে বেশ কিছু  মানসম্পন্ন ইউটিউব চ্যানেলের নামের আইডিয়া দিব। এছাড়াও বাঙ্গালী ইউটিউব চ্যানেলের নাম সাজেশন ও পাবেন। তাই মনোযোগ দিবে ইউটিউব চ্যানেলের নাম (YouTube Chaneel Name) পোস্টটি পড়ুন।

ইউটিউব চ্যানেল নাম

আরও পোস্ট দেখতে পারেন: 



একটি ভাল YouTube চ্যানেলের নাম বাছাই করার উপায়/টিপস

আপনার ইউটিউব চ্যানেল নাম নির্বাচন করার সময়, কিছু জিনিস মাথায় রাখতে হবে:

যেমন,আপনি কি ধরনের কন্টেন্ট  তৈরি করবেন সে সম্পর্কে চিন্তা করুন।  আপনি যদি ভ্লগ করার পরিকল্পনা করেন, তাহলে আপনি চ্যানেলের নামে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারেন। আপনার বা আপনার চ্যানেলের কন্টেন্টের সাথে মিল আছে এমন একটি নাম নিয়ে আসার চেষ্টা করুন। এখানে কিছু ভালো ইউটিউব চ্যানেলের নাম বাছাই করার টিপস দিলাম।

★এটি ছোট এবং শ্রুতিমধুর  রাখুন।  দীর্ঘ নাম মনে রাখা এবং উচ্চারণ করা কঠিন।

★ আপনার চ্যানেলের নামে সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা এড়িয়ে চলুন।

★ বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে চিন্তাভাবনা করুন।  তাদের থেকেও কিছু ইউনিক ধারণা পেতে পারে!

★ মনে রাখা এবং বানান করা সহজ এমন একটি নাম চয়েস করুন।

★নিশ্চিত করুন যে নামটি অনন্য এবং YouTube এ  বিদ্যমান নেই৷

তো চলুন শুরু করা যাক!  আপনার নতুন YouTube চ্যানেলের জন্য এখানে কিছু ভাল এবং আনকমন নাম রয়েছে৷

গেমিং ইউটিউব চ্যানেল নাম

ইউটিউব প্ল্যাটফর্মে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্টের  অংশ হিসাবে স্থান দেওয়া হয় গেমিং ভিডিওগুলিকে৷  তাই YouTube-এর জন্য গেমিং চ্যানেলের নাম তৈরি করার সময় সৃজনশীল চিন্তার প্রয়োজন । YouTube-এ ৪ কোটির বেশি সক্রিয় গেমিং চ্যানেল রয়েছে। 

আপনার মনে যে প্রথম নামটি আসে তা বেছে নেবেন না।  সাবধানে এটি সম্পর্কে চিন্তা করুন, গেমিং ইউটিউব চ্যানেল নামের এই ১০টি উদাহরণ আপনার সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করবে।যেহেতু গেমে সাধারণত ইংরেজি ভাষা ব্যবহৃত হয় তাই ইংরেজিতে নাম দিলাম।

 ১. IGN

২. WhatCulture Gaming

৩. A_S Gaming

৪. MandaloreGaming

৫. GamingRevenant

৬. Retro Game Corps

৭. AuthenticGames

৮. Gamers Nexus

৯. Geeks + Gamers

১০.Gamesky

খাদ্য ও পানীয় চ্যানেলের নাম ধারণা

ইউটিউবে আমার মনে হয় খাবার ও পানীয়ের চ্যানেল সবচেয়ে জনপ্রিয়। আপনি যদি এ জাতীয় চ্যানেল খুলতে চান তাহলে ইউটিউব চ্যানেল নামে রান্না/Food/ Cook শব্দটি যুক্ত করুন। কারণ ‘খাবার’-এর মতো কীওয়ার্ড অন্তর্ভুক্ত করা এই ধরনের চ্যানেলের নাম তৈরি করার একটি গুরুত্বপূর্ণ দিক।  আর আপনার নতুন নামের সাথে মজাদার YouTube চ্যানেল আর্ট তৈরি করতে ভুলবেন না।

১. Food Wishes

২. Food Insider

৩. First We Feast

৪. Yes I Can Cook

৫. Cooking Studio By Umme

৬. Ezzie Recipe 

৭. Best Ever Food Review Show

৮. (কারও নামে)যেমন রিয়া’স কিচেন 

৯. রুমানার রান্নাবান্না 

১০. Around me BD

ফ্যাশন এবং সৌন্দর্য বিষয়ক ইউটিউব চ্যানেলের নাম

ফ্যাশন ও সৌন্দর্য বিষয়ক চ্যানেল খুলতে চাইলে আপনি নিচে দেওয়া নাম অনুসরণ করতে পারেন।যেমন:

১. (কারও নাম)যেমন সীমা’স Tutorials

২. Vogue

৩. Beauty With Me

৪. BEAUTY NEWS 

৫. HairStyle Matters

৬. Lip Care

৭. The Style Insider

৮. Unique Dressing

৯. Fashion Channel 

১০.The DIY Designer

স্বাস্থ্য সচেতনতা বিষয়ক চ্যানেল নাম

আমরা অনেকে অসুখ হলে সহজে ডাক্তারের কাছে না যেয়ে ঘরে বসে চিকিৎসা করাতে চাই। আর এর অন্যতম একটি কারণ ইউটিউবে রোগ নিরাময় বিষয়ক অসংখ্য চ্যানেল আছে যেখানে সাধারণ চিকিৎসার টিপস দেওয়া আছে।

এমনকি অনেক ডাক্তারদেরও ইউটিউব চ্যানেল আছে। আর যারা টাকা খরচ করে জীমে যেতপ চান না তারা ইউটিউবে শরীরচর্চা বিষয়ক ভিডিও দেখে ওজন কমাতে পারেন। এরকম কিছু ইউটিউব চ্যানেল নাম হলো:

১. ATHLEAN-X

২.Dr. XYZ 

৩.Yoga With Samina 

৪.FitnessBlender

৫.Practical Psychology

৬.Health And Fitness

৭.The Body Coach TV

৮.Official GYM Trainer 

৯.Love Sweat Fitness

১০.  কিটো ডায়েট

ফটোগ্রাফি বিষয়ক চ্যানেল নাম

আমরা অনেকেই ছবি তুলতে পছন্দ করি। এটা অনেকের শখ। এখনতো মোবাইলে ক্যামেরা থাকায় ছবি তোলা আরও সহজ।সুন্দর ছবি তুলে তা জোড়া লাগিয়ে অনেকে ভিডিও বানিয়ে ফেলে।

আবার অনেকে ছবি তোলা বিষয়ে টিপস ও ট্রিকস শেয়ার করে ইউটিউব চ্যানেলে আপলোড করে।তারা তাদের ইউটিউব চ্যানেল নাম এমন  দেয় যাতে ছবি, Photography,photo ইত্যাদি যুক্ত থাকে। যেমন:

১. The Art of Photography

২.Photography Is My Passion 

৩. Wedding Photo Pick 

৪. Photo Genius

৫. (কারও নাম)’স Photography

৬.Landscape Photography iQ with (কারও নাম)

৭.DSLR & It’s Charisma 

৮.Best Model Photographer 

৯.The Photographic Eye

১০.One Minute Photography

 ১১.  PIXEL STREET

স্পোর্টস ইউটিউব চ্যানেল নাম

স্পোর্টস সারাবিশ্বের একটি বিনেদনের মাধ্যম। তাই স্পোর্টস চ্যানেল তৈরি করলে তা আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হওয়ার সুযোগ আছে। এজন্য স্পোর্টস চ্যানেলগুলোর নাম একটু ভিন্ন এবং খেলার নাম সম্পর্কিত হলে ভালে হয়। যেমন ক্রিকেট খেলা বিষয়ক হলে চয়ানেলের নামে ক্রিকেট যুক্ত করতে পারেন। আবার ফুটবল বিষয়ক চ্যানেল হলে ফুটবল নামটি লাগিয়ে দিবেন। এরকম কয়েকটি উদাহরণ :

১. স্কাই স্পোর্টস ফুটবল Sky Sports

২. এনবিসি স্পোর্টস NBC Sports

৩. হাইলাইট হেভেন Highlight Heaven

৪. Religion of Sports 

৫. Rabbitholebd Sports

৬. বিয়ন্ড দ্য গেম টিভি Beyond the game  TV

৭. ম্যাচ পর্যালোচনা Match Review 

৮. দ্যা ওভারল্যাপ The Overlap 

৯. Ten  Sports

১০. ইএসপিএন ESPN

টেকনোলজিক্যাল/প্রযুক্তি বিষয়ক চ্যানেল নাম

এখন সর্বত্র টেকনোলজি বা প্রযুক্তির জয়জয়কার। তাই ইউটিউবে এমন চ্যানেলের প্রচুর চাহিদা। এমনকি মানুষ নতুন প্রযুক্তির ব্যাপারে এই ইইটিউবের মাধ্যমে জানতে পারে। তাই টেকনোলজিক্যাল চ্যানেলের নামে টেক(Tech) শব্দটি যুক্ত করলে ভালো হয় এবং বোঝা যায়। 

১. TechZone

২. Creative IT Institute 

৩. Technical Guruji

৪. Tech Insider

৫. Quantum Tech HD

৬. আইটি বাড়ি (IT Bari)

৭. Chigz Tech Reviews

৮. The Tech Chap

৯. Future Tech

১০.Unbox Therapy

ইন্টেরিয়র ডিজাইন ও বাগান বিষয়ক ইউটিউব চ্যানেল নাম

ইউটিউবে ইন্টেরিয়র ডিজাইন ও বাগান বিষয়ক অনেক চ্যানেল আছে। কেউ নিজেই ইন্টেরিয়র ডিজাইনার আবার কেউ অন্যের করা ডিজাইন দেখিয়ে থাকেন। কেউ আবার ইন্টেরিয়র বিষয়ক তথ্য ও পন্য বিক্রি করেন। আর বাগান করার বিষয়ে তো অনেক চ্যানেল আছে।

কারণ আমরা যে কেউ বাগান করে ভিডিও করে তা নিয়ে ইউটিউব চ্যানেল বানাতে পারি।  এজন্য বাগান বিষয়ক চ্যানেলে আমরা বাগান,গাছ,সবজি,ফুল,ফল,গার্ডেন ইত্যাদি শব্দ যুক্ত করব। এতে করে দর্শকদের বুঝতে সহজ হবে যে বাগান বিষয়ক চ্যানেল কোনটি।

১. কৃষি ও কৃষক

২.HOME DECORATION

৩.DIY Garden Ideas

৪.Garden Yard

৫.Daily Needs

৬.Roof Gardening

৭.Interior Design

৮.Civil Engineer Tutul

৯. KAM’S DESIGNER ZONE

১০. Clap Trap

ব্যবসার ইউটিউব চ্যানেলের নাম

ব্যবসায়ীরাও এখন ইউটিউবে সক্রিয়। অসংখ্য চ্যানেল রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় ব্যবসা বিষয়ক। কেউ সরাসরি ব্যবসা নিয়ে তথ্য প্রচার করেন আবার কেউ নিজে ব্যবসায়ী না হয়েও ব্যবসা বিষয়ক তথ্য শেয়ার করে এরকম চ্যানেল বানাতে পারেন।

১.Business Inspection BD

২. Marketing Guru

৩.Invest Bengali

৪.Bangla Preneur

৫. Silicon Valley Girl

৬.Dan Lok

৭.r-Ventures

৮.Intellectuals indies

৯.Seeken

১০. Business Talks

কুটিরশিল্প ও রিসাইক্লিং বিষয়ক চ্যানেলের নাম

মহিলা বা মেয়েরা ঘরে বসে হস্তশিল্প বা কারুকাজ করতে ওস্তাদ। আবার অনেকে বুঝতে পারছেন না কি দিয়ে কোনো হাতের কাজের জিনিস বা ঘরে সাজানোর শোপিস বানানো যায়। এরকম চাহিদা থেকেই ইউটিউবে অসংখ্য চ্যানেল রয়েছে যেখানে কুটিরশিল্প, হস্তশিল্প, সেলাই,কোন ফেলনা পন্য দিয়ে নতুন কোন জিনিস বানানো শেখানো হয়।এরকম কয়েকটি ইউটিউব চ্যানেল নাম হলো:

১.কুটি বাড়ি  (Kuti Bari)

২.Tonni art and craft

৩.Farzana Drawing Academy

৪.Hetal’s Art

৫.DIY Bigboom

৬.5-Minute Crafts 

৭.SaraBeautyCorner

৮.DIY Cement Projects

৯. Pipe Cleaner Crafts B

১০.Easy Paper Origami

মোটিভেশনাল চ্যানেলের নাম

যারা হতাশায় ভুগছেন বা কোন কাজে মন বসাতে পারছেন না তারা মোটিভেশনাল বা অনুপ্রেরণামুলক বাণী সম্বলিত চ্যানেল দেখতে পছন্দ করেন। এরকম চ্যানেল ছাত্র ছাত্রীদের জন্য ব্যাপক উপকারী। এরকম বই থাকলেও অনেকে বিষয় পড়তে চান না। তাদের জন্য ভিডিওর মাধ্যমে অনুপ্রেরণার কথা শুনতে এরকম চ্যানেল বানানো হয়। যেমন:

১. Two Point Zero

২. Success Never End

৩. Success Window

৪. Oxygen Motivation 

৫. Pie Fingers Motivation 

৬. Life Solution 

৭. Bong Motivation 

৮. জীবন সমস্যার সমাধান 

৯. সহজ জীবন

১০. Mitch Manly

কুরআন ও ইসলাম বিষয়ক চ্যানেল

যারা মুসলিম ও ধর্মানুরাগী তারা ইউটিউবে মহান আল্লাহর আদেশ,নিষেধ,কুরআন,হাদিস ইত্যাদি জানতে এরকম চ্যানেল খোঁজেন। বর্তমানে ওয়াজ শোনার একটা ধারা তৈরি হয়েছে। এরকম চ্যানেল এখন অনেকে বানিয়েছে ও বানাচ্ছে। তবে চ্যানেলের নামে যেন আল্লাহর কথা, ইসলামের কথা,নবীর কথা ইত্যাদি থাকে।যেমন:

১. আস সুন্নাহ

২. Rose TV24

৩.10 Minute Madrasah

৪. Madani Channel Bangla

৫. Islam & Life

৬. পিস ওয়াজ বাংলা

৭. Islamic Express

৮. The Believer Bangla

৯. শিখুন সূরা

১০.Furan Tube 

ব্লগ বিষয়ক চ্যানেল নাম

ইউটিউবের বর্তমানের অন্যতম ট্রেন্ডিং টপিক হলো ব্লগ চ্যানেল খোলা। প্রায় জনপ্রিয় ইউটিউবারদের আলাদা ব্লগ চ্যানেল আছে। আবার অনেকে ব্লগ চ্যানেল দিয়েই ইউটিউবিং শুরু করেন।

এসব ব্লগ চ্যানেলে মুলত দৈনন্দিন ঘটনা,বাসার কাজকর্ম, খাওয়া দাওয়া ইত্যাদি দেখানো হয়।তাই এরকম চ্যানেলের নামকরণের সময় ব্লগ,ডেইলি ব্লগ,ডেইলি রুটিন,মাই ডেইলি লাইফ ইত্যাদি যুক্ত করে সাথে নিজের নামও বসাতে পারেন।

১. The Posh Palette 

২. Umme’s Vlog

৩. Bangladeshi Mum UK

৪. Bangladeshi Mom Tisha

৫. Bangladeshi blogger mum Hira

৬.Bangladeshi Vlogger

ASMR বা রিল্যাক্সিং চ্যানেল

আপনার শরীর, মন দুটোই একঘেয়ে লাগছে। এমতাবস্থায় একঘেয়েমি দূর করে মন বা শরীরকে ফ্রেম করতে ইউটিউবে রয়েছে রিল্যাক্সিং ও ASMR  চ্যানেল। বিভিন্ন বিষয় নিয়ে এমনভাবে ভিডিওগুলো তৈরি করা হয় যা  দেখলে চোখের তৃপ্তি হয়।এরকম চয়ানেলের নামের সাথে ASMR ও Relaxing শব্দ লাগিয়ে ইউটিউব চ্যানেল নাম বানান।যেমন:

১. DaDa ASMR

২. Spice ASMR

৩. Satisfying Lips

৪. Kim&Liz ASMR

৫. Meditation Relax Music

৬. Satisfying Videos

৭. Soothing Relaxation 

৮. Sand Tagious

৯. The Best Satisfying 

১০. Zakia Spicy ASMR

শেষ কথা,

আজকের টপিক টি পড়ে নিশ্চয়ই আপনি আপনার  ইউটিউব চ্যানেল নাম বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছেন। আশা করি এই আর্টিকেলটি আপনার ইউটিউব চ্যানেল যাত্রায় ভালো অবদান রাখবে।

যদি আপনার কাছে এই ইউটিউব চ্যানেলের নাম আর্টিকেলটি ভালো লেগে থাকে/বা আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই আর্টিকেলটি আপনার সোশ্যাল মিডিয়া একাউন্টে শেয়ার করবেন। যাতে করে ইউটিউবে যারা কাজ করতে চায় তারা এই আর্টিকেল পড়ে উপকৃত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top