ইউটিউব থেকে টাকা তোলার উপায় ২০২৩ (পূর্ণাঙ্গ গাইডলাইন)

আপনি যদি ইউটিউব নিয়ে কাজ করে থাকেন এবং আপনার স্বপ্ন রয়েছে ইউটিউব থেকে টাকা উত্তোলন করা। তাহলে আপনার জন্য আজকের এই আর্টিকেলটি খুবই প্রয়োজনীয়। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনার সঙ্গে আলোচনা করব ইউটিউব থেকে টাকা তোলার উপায় নিয়ে (Ways to withdraw money from YouTube)।

ইউটিউব থেকে টাকা তোলার উপায়
ইউটিউব থেকে টাকা তোলার উপায়

আমরা যারা ইউটিউবে কাজ করে থাকি তাদের প্রত্যেকের স্বপ্ন রয়েছে ইউটিউব থেকে ইনকাম করার। আমরা হয়তো অনেকেই জানিনা কিভাবে ইউটিউব থেকে টাকা উত্তোলন করতে হয়।

আপনি এই আর্টিকেলটি ভালোভাবে শেষ পর্যন্ত পড়লে, আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার কষ্টের অর্জিত টাকা ইউটিউব থেকে তুলবেন। অবশই শেষ পর্যন্ত পরে আপনি আশা করি এই বিস্তারিত তথ্য জেনে নিবেন। ইউটিউব থেকে টাকা তোলার উপায় জানার আগে, চলুন জানি ইউটিউব কেন আমাদের টাকা দেয়।

অবশ্যই দেখবেন: 



ইউটিউব কেন আমাদের টাকা দেয়?

ইউটিউব কনটেন্ট ক্রিয়েটের টাকা দিয়ে থাকে ইউটিউব ভিডিওর মধ্যে এড দেখানোর মাধ্যমে। ভিডিও ক্রিয়েটর বা কনটেন্ট ক্রিয়েটর বলা হয় যারা ইউটিউবে ভিডিও আপলোড করে। আর ইউটিউব ভিডিওর মধ্যে এড দেখায় এই সিস্টেমটি হচ্ছে ইউটিউব মনিটাইজেশন।

ইউটিউব মনিটাইজেশন ব্যতীত ইউটিউব ভিডিওর মধ্যে এড দেখায় না। অবশ্যই ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাইলে, অর্থাৎ যে টাকা ইউটিউব দিয়ে থাকে, তাহলে অবশ্যই ইউটিউব মনিটাইজেশনের সাথে সংযুক্ত হতে হবে।

তো এখন চলুন একটু জেনে নেই একটু মনিটাইজেশন আসলে কি?

ইউটিউব মনিটাইজেশন আসলে কি? (What Is YouTube Monetization?)

ইউটিউব মনিটাইজেশন হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করার একটি জনপ্রিয় পদ্ধতি। আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশনের সঙ্গে সংযুক্ত থাকে তাহলে আপনার ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের এড আসবে। এই অ্যাডগুলো সাধারণত ইউটিউব থেকে দেখানো হবে আপনার ভিডিওতে।

ইউটিউবে দর্শকরা আপনার যে ভিডিওর মধ্যে এড গুলো দেখতে পাবে এই এর মাধ্যমে ইউটিউব ও ভিডিওর মালিকের ইনকাম হবে। তবে ইউটিউব মনিটাইজেশন পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি ইউটিউবে নিয়ম অনুযায়ী সঠিক হতে হবে। ইউটিউব মনিটাইজেশনের শর্ত রয়েছে সেসকল সকল শর্ত পূরণ করার পরে ইউটিউব মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত হবে।

Youtube মনিটাইজেশনের শর্ত কি কি? (What Are The Terms of YouTube Monetization?)

Youtube মনিটাইজেশন শর্ত ব্যতীত কখনো ইউটিউব একটি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন দিবে না। অবশ্যই মনিটাইজেশনের সকল শর্ত পূরণ করার পরে মনিটাইজেশন পাওয়া যাবে।

মনিটাইজেশন পাওয়ার পরে একটি ইউটিউব চ্যানেলের ইনকাম শুরু হয়। ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের শর্তসমূহ হলো।

  1. গত এক বছরের মধ্যে আপনার এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে।
  2. গত এক বছরের মধ্যে আপনার ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে।
  3. ইউটিউব এর সকল নিয়ম-নীতি অনুযায়ী চ্যানেলটি সঠিক হতে হবে।
  4. চ্যানেলে কোন কপিরাইট স্ট্রাইক বা অন্য কোন স্টাইক থাকা যাবে না।

এই উপরোক্ত শর্তগুলো পূরণ করতে পারলে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করে ফেলবে। তারপর আবেদন করলে ইউটিউব কর্তৃপক্ষ চ্যানেলটিতে মনিটাইজেশন অন করে দিবে।

মনিটাইজেশন অন হলে ইউটিউব ভিডিওর মধ্যে যে এড গুলো আসবে এই অ্যাড গুলোর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর বা যারা ভিডিও আপলোড করে ইউটিউবে তাদের ইনকাম হয়ে থাকে।

তো চলুন এবার আসল কথায় আসি। এখন জানবো কিভাবে youtube থেকে টাকা তুলতে হয়।

ইউটিউব থেকে টাকা তোলার উপায়

আমরা অনেকেই ভেবে থাকি ইউটিউব থেকে টাকা তোলার উপায় অনেক লম্বা একটি প্রসেস। আসলে কিন্তু বিষয়টা তেমন না। ইউটিউব থেকে টাকা তোলার জন্য আপনাকে কয়েকটি বিষয়ে মাথায় রেখে কাজ করলে খুব সহজে আপনার youtube এর টাকা হাতে পাবেন। কিভাবে ইউটিউব থেকে টাকা তুলতে হয় নিচে প্রসেস গুলো দেখুন।

একটি গুগল এডসেন্স একাউন্ট তৈরি করতে হবে (Google Adsense Account Create)

আপনি যখন ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, ঠিক তখনি আপনাকে একটি গুগল এডসেন্স একাউন্ট তৈরি করতে হবে।

গুগল এডসেন্স একাউন্ট তৈরি করলে আপনার ইউটিউবের যে টাকা ইনকামটি হবে এটি মাস শেষে সেই অ্যাকাউন্টে গিয়ে জমা হবে।

আপনার গুগল এডসেন্স একাউন্টে ১০ ডলার জমা হওয়ার পর আপনার গুগল এডসেন্সের দেওয়া ঠিকানায় একটি  গুগল এডসেন্স ভেরিফিকেশন চিঠি আসবে। ঐ চিঠিতে থাকা সিক্রেট কোড দিয়ে আপনার গুগল এডসেন্স টি ভেরিফিকেশন করে নিতে হবে।

আপনি যদি ওই চিঠি দিয়ে গুগল এডসেন্স ভেরিফিকেশন করতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার কষ্টের youtube থেকে টাকা তুলতে পারবেন না। টাকা উত্তোলনের জন্য অবশ্যই আপনার গুগল এডসেন্সটি ভেরিফিকেশন করতে হবে।

আপনার গুগল এডসেন্স একাউন্ট ভেরিফিকেশন হয়ে গেলে আপনার একাউন্টে যখন 100 ডলার বা তার বেশি হবে তখন আপনাকে গুগল এডসেন্স আপনার গুগল এডসেন্সে যে ব্যাংক অ্যাকাউন্টটি যুক্ত করা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে।

আপনার গুগল এডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্টে যুক্ত করতে হবে আপনার গুগল এডসেন্সটি ভেরিফিকেশন হওয়ার পরে। যে ব্যাংক একাউন্টে আপনি যুক্ত করবেন সেই ব্যাংক একাউন্টে গুগল এডসেন্স আপনার টাকা পাঠিয়ে দেবে ইনকামের পরবর্তী মাসের ২১ থেকে ২৩ তারিখের মধ্যে।

অর্থাৎ আপনি যে মাসে ইনকাম করবেন সেই মাসের টাকা পরবর্তী মাসের ২১ থেকে ২৩ তারিখের মধ্যে গুগল এডসেন্স আপনাকে ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেবে।

গুগল এডসেন্স থেকে কত টাকা উত্তোলন করা যায়

গুগল এডসেন্স থেকে টাকা উত্তোলন করার কোন লিমিট নেই। আপনি যত টাকা ইনকাম করতে পারবেন ঠিক তত টাকা গুগল এডসেন্স আপনাকে পে করবে। আপনি যদি এক মাসে 100 কোটি টাকা ইনকাম করেন তা তো গুগল এডসেন্স এর টাকা আপনাকে দিতে কোন সমস্যা নেই।

কারণ আপনাকে যে গুগল এডসেন্স টাকাটি দেবে সেটা থেকে ইউটিউব আগে থেকেই তাদের লাভংশ কেটে নেবে। ইউটিউব ইনকামের তাদের লাভংশটা হচ্ছে ১০০% এর মধ্যে যারা ভিডিও তৈরি করে তাদেরকে ৬৮ % দিয়ে থাকে এবং তারা ৩২% নিয়ে থাকে।

আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে, বাংলাদেশের অনেক ইউটিউবার বা ওয়েবসাইটের মালিক রয়েছে যারা google এডসেন্স দ্বারা প্রত্যেক মাসে 10 লক্ষের অধিক টাকা ইনকাম করে থাকে। এবং তাদেরকে গুগল এডসেন্স সময় মতো এই টাকাগুলো পরিশোধ করে থাকে।

আপনার জন্য সাজেশন

আমার ব্যক্তিগত থেকে আপনাকে একটু পরামর্শ দিচ্ছি। আপনি যদি দ্রুত সময় আপনার ইউটিউব এর ইনকামের টাকা হাতে পেতে চান, তাহলে আপনার উচিত হবে একটি ভালো ব্যাংকের একাউন্ট তৈরি করা। বাংলাদেশের যে সকল ব্যাংক খুব দ্রুত সময়ে গুগল এডসেন্সের টাকা দিয়ে থাকে।

আমি সব সময় গুগল এডসেন্স এর টাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে উত্তোলন করে থাকে। কেননা তারা ডলার রেটও ভালো দিয়ে থাকে সেই সাথে অন্যান্য ব্যাংকের তুলনায় খুব দ্রুত টাকা দিয়ে থাকে। সেজন্য আমি বলছি আপনি ইচ্ছা করলে ইউটিউব থেকে টাকা দ্রুত নেওয়ার জন্য ইসলামী ব্যাংকে একাউন্ট তৈরি করে গুগল এডসেন্সের টাকা নিতে পারেন।

বাংলাদেশের বেশিরভাগ ওয়েবসাইটের মালিক ও ইউটিউবাররা গুগল এডসেন্সের টাকা ইসলামী ব্যাংকে নিয়ে থাকে। কারণ দ্রুত এবং ভালো রেট পাওয়া যায় ডলারের।

আমাদের শেষ কথা,

ইউটিউব থেকে টাকা তোলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি এই আর্টিকেলের মাধ্যমে। আপনি যদি মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ে না থাকেন, তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে পড়ে নিন।

আমার দৃষ্টিকোণ থেকে আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে কিভাবে ইউটিউব থেকে টাকা তুলতে হয় এই প্রক্রিয়াটি আপনার ভালোভাবে জানা উচিত।

YouTube এর যে কোন আপডেট জানতে আমাদের ওয়েবসাইটে আসতে পারেন। আমরা ইউটিউবের সকল আপডেট আমাদের ওয়েবসাইটে প্রকাশ করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top