ভিপিএস হোস্টিং কি?, দাম, কেন কিনবেন?

হোস্টিং কিংবা সার্ভার আমরা মোটামুটি সবাই ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি ব্যবহার করি। কিন্তু আমাদের হোস্টিং নিয়ে ধারণা খুবই কম। আমরা তাই আপনাদের হোস্টিং কিংবা সার্ভার রিলেটেড ধারণা পরিষ্কার করার জন্য আমারা সমস্ত হোস্টিং নিয়ে বিস্তারিত পোস্ট দিয়ে যাচ্ছি।

আজকে তেমনই আপনাদের সাথে আলোচনা করব অনেক জনপ্রিয় একটা হোস্টিং ভিপিএস হোস্টিং (VPS Hosting) নিয়ে। তাহলে চলুন শুরু করি।

ভিপিএস হোস্টিং কি

ভিপিএস হোস্টিং কি? What is VPS Hosting?

একটি ওয়েবসাইটকে অনলাইনে এভেইল এবল করার জন্য আমাদের সেই ওয়েবসাইটের কন্টেন্ট গুলোকে কোনো একটা অনলাইন সার্ভারে স্টোর করতে হবে। সেটিকে ওয়েবসার্ভার বা হোস্টিং বলে।

শুরুতেই সকলে শেয়ারড হোস্টিং (Shared Hosting) ব্যাবহার করে কিন্তু শেয়ারড হোস্টিংয়ে অনেকগুলো সাইট একটা সার্ভারে স্টোর করা হয়ে থাকে যার কারনে সার্ভারে থাকা ডাটা কিংবা রিসোর্স গুলোর কোনো সিকিউরিটি গ্যারেন্টি থাকে না। ঠিক এই জায়গায় আসে ভিপিএস সার্ভারের প্রয়োজনীয়তা।

VPS এর পূর্ণরূপ হল Virtual Private server। ভিপিএস সার্ভার খুবই কম সাইটকে এলোগেট করে স্টোরেজ ব্যবহার করা জন্য। প্রতিটি ভিপিএস সার্ভারের নিজস্ব ভার্চুয়াল মেশিন আছে যেটি নিজস্ব কোনো অপারেটিং সিস্টেমে রান হয়। এবং যারা ভিপিএস সার্ভার ব্যবহার করে তারা নিজের একটা ইনডিভিজুয়াল সার্ভারের মতোই এক্সপেরিয়েন্স পাই।

চলুন বিষয়টা একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝি। মনে করুন আপনি একটা এপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। আপনি সেই এপার্টমেন্টে আরামে থাকতে পারবেন।

কিন্তু আপনার অনেক লিমিটেশন থাকবে। আপনি চাইলেই ঘরের ডিজাইন চেইন্জ করতে পারেন না এমন অনেক লিমিটেশনই থাকে। আবার অন্যদিকে যদি আপনার নিজের জায়গায় নিজের বাসা থাকে তাহলে আপনার কোনো লিমিটেশন থাকে না আপনার দরকার হলে আপনি ঘর বড় করতে পারবেন আবার ঘর ছোট করতে পারবেন।

এখানে এপার্টমেন্ট হলো শেয়ার্ড হোস্টিং এবং নিজস্ব জায়গায় ঘড় বাঁধা হলো ভিপিএস হোস্টিং। আশা করছি বুঝতে পেরেছেন ভিপিএস হোস্টিং নিয়ে।

আপনার জন্য আরো আর্টিকেলঃ



ভিপিএস হোস্টিং কিভাবে কাজ করে? How Does VPS Hosting Work?

আমরা যারা ভিএমওয়্যার অথবা ভার্চুয়াল বক্সের সাথে পরিচিত আমরা সহজেই ভিপিএস হোস্টিং এর কাজ সম্পর্কে ধারণা পাব। ভিপিএস সার্ভার একটি মেশিন থেকে ইউজারকে একটি ভার্চুয়াল অপারেটিং সিস্টেম ব্যবহারের সুযোগ দেয়।

মনে করুন আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ আপনি চাইলে ভিপিএস ব্যবহার করে লিন্যাক্স কিংবা অন্য অপারেটিং সিস্টেম চালাতে পারবেন। ভিপিএস প্রধানত ভার্চুয়ালাইজড অপারেটিং সিস্টেমের মতো কাজ করে। এই ভার্চুয়ালাইজেশন সম্ভব হয় Hypervisor এর মাধ্যমে।

Hypervisor হলো একটি কম্পিউটার হার্ডওয়্যার, সফ্টওয়্যার এবং ফার্মওয়ার যেটি ফিজিক্যাল হার্ডওয়্যারকে আলাদা করে ভার্চুয়াল মেশিন তৈরি করে। যে কম্পিউটার সিস্টেমে Hypervisor রান করা হয় তাকে হোস্ট ম্যাশিন বলে। আর প্রতিটি ভার্চুয়াল মেশিনকে গেস্ট মেশিন বলে।

hypervisor প্রতিটা গেস্ট মেশিনকে নিজস্ব একটি ভার্চুয়াল অপারেটিং সিস্টেম প্রোভাইড করেন। এবং এসব অপারেটিং সিস্টেম ম্যানেজ করার দায়িত্বও hypervisor নিয়ে থাকেন। এই প্রক্রিয়ায় কম্পিউটার রিসোর্স যেমন মেমরি, নেটওয়ার্ক ব্যান্ডউইথ, প্রোসেসরকে সবচেয়ে কার্যকর ভাবে ব্যবহার করা যায়। এসব কারনে hypervisor কে virtual machine monitor (VMM) ও বলা হয়।

ভিপিএস হোস্টিং এভাবেই hypervisor ব্যবহার করে একটি ফিজিক্যাল সার্ভারের রিসোর্সকে কয়েকভাগে ভাগ করে কয়েকটা ওয়েবসাইটকে দেয় এবং এই ওয়েবসাইট গুলো প্রত্যকে নিজেদের একটি করে ভার্চুয়াল মেশিন পায়।

ফিজিক্যাল সার্ভরকে প্রথানত কয়েকটা কম্পার্টমেন্টে ভাগ করা হয়। প্রতিটি কম্পারমেন্ট রেন্ট দেওয়া হয়। এসব কম্পার্টমেন্টে আপনি চাইলে নিজের ইচ্ছে মতো সফটওয়্যার রান করাতে পারবেন এবং এসব কম্পার্টমেন্ট গুলো প্রতিটা একটা স্বাধীন ইউনিটের মতো কাজ করে।

প্রতিটা ভিপিএসকে বলে কনটেইনার আবার প্রতিটা ভিপিএস যে সার্ভারের আওতাধীন থাকে তাকে নোড বলে।

ভিপিএসে আপনি অনেক এডভান্টেজ পাবেন। এটি কম খরচে ডেডিকেটেড সার্ভারও বলা যায়। প্রত্যাকটি ভিপিএসের অপারেটিং সিস্টেম যেকোন ধরনের সফটওয়্যার ইনস্টলের জন্য সক্ষম। প্রতিটি ভার্চুয়াল সার্ভারে আলাদা আলাদা সফটওয়্যার ইনস্টল করা যাবে, বলতে গেলে প্রতিটি ভার্চুয়াল সার্ভারের মালিক নিজের ব্যাক্তিগত সার্ভারের মতো সব সুবিধা পাবে।

ভিপিএস সার্ভার কত প্রকার?- What are the types of VPS Servers?

ভিপিএস সার্ভার প্রধানত দুই প্রকার। তা হলোঃ

  1. আনম্যানেজড ভিপিএস সার্ভার (Unmanaged VPS Server)
  2. ম্যানেজড ভিপিএস সার্ভার (Managed VPS Server)

আনম্যানেজড ভিপিএস সার্ভার – Unmanaged VPS Server

নাম শুনেই বুঝতে পারছেন হয়ত আনম্যানেজড ভিপিএস সার্ভার কি। এটি মূলত এমন একটি ভিপিএস যেখানে আপনি সম্পূর্ণ সার্ভারের সব কিছু নিজে ম্যানেজ করবে যেমন অপারেটিং সিস্টেম ইনস্টল, সফটওয়্যার আপডেট ইত্যাদি।

এই সার্ভার থেকে আপনি কি কি করতে পারবেন তা নিচে দেওয়া হলো:-

  • আপনি নিজে কন্ট্রোল প্যানেল, সফটওয়্যার ইনস্টল এবং আপডেট দিতে পারবেন।
  • নিজের মতো সিকিউরিটি ম্যানেজ করতে পারবেন এবং ইরোর গুলোকে ফিক্স করতে পারবেন।
  • আপনি নিজেই আপনার সার্ভার মেইনটেইন এবং কনফিগার করতে পারবেন।
  • আপনার সাইটের ডাটা ব্যাকআপ রাখা আপনার দায়িত্ব।

ম্যানেজড ভিপিএস সার্ভার – Managed VPS Server

ম্যানেজড ভিপিএস সার্ভার তাদের জন্য যাদের ভিপিএস এবং টেকনোলজি রিলেটেড আইডিয়া কম। এক্ষেত্রে আপনার হোস্টিংয়ের টেকনিক্যাল কাজ গুলো হোস্টিং প্রোভাইডার কোনো আইটি এক্সপার্ট দিয়ে করি নিবে।

  • আপনাকে কোনো সফটওয়্যার ইনস্টলের প্রয়োজন নেই যাবতীয় সফটওয়্যার আগে থেকেই ইনস্টল থাকবে।
  • হোস্টিং প্রোভাইডার আপনার সার্ভারের সিকিউরিটির দায়িত্ব নেবেন।
  • হোস্টিং প্রোভাইডার নিজেই আপনার সার্ভার মেইনটেইন এবং কনফিগার করে দেবে।
  • আপনার ডাটা ব্যাকআপের দায়িত্ব হোস্টিং প্রোভাইডারের।
  • আপনার সার্ভার হোস্টিং প্রোভাইডার নিয়মিত মনিটরিং করবে।

কেন ভিপিএস সার্ভার ব্যবহার করবেন? – Why Use VPS Server?

ভিপিএস সার্ভারের (VPS Server) মেইন বেনিফিট হলো আপনি একটা ডেডিকেটেড ভার্চুয়াল ওয়েব হোস্টিং পেয়ে যাচ্ছেন। যদি আপনি ডেডিকেটেড সার্ভার কিনতে চান তাহলে সেটি অনেক খরচ সেই তুলনায় ভিপিএস অনেক কম মূল্যে ভালো সার্ভিস দেয়। চলুন দেখে আসি ভিপিএস সার্ভারের কিছু উপকারীতা:-

কাস্টমাইজেশন :- যেহেতু এই হোস্টিং আপনাকে নিজস্ব একটা অপারেটিং সিস্টেম দিয়ে দিচ্ছে তাই আপনি সহজেই এই সার্ভরকে আপনার প্রয়োজন মতো সফটওয়্যার ইনস্টল করে কাস্টমাইজেশন করতে পারবেন।

কন্ট্রোল :- যেহেতু এটা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত একটা ভার্চুয়াল সার্ভার আপনি যেকোন ভাবে এটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনার কোনো সফটওয়্যার ইনস্টল অথবা আনইনস্টলের জন্য অন্য কারো কোনো সমস্যা হবে না।

দাম কম :- এটি আপনাকে ডেডিকেটেড সার্ভারের মতো সুবিধা দিচ্ছে অনেক কম দামে।

নিজস্ব রিসোর্স :- যেহেতু এখানে সব রিসোর্স আপনার নিজস্ব তাই আপনার যখন দরকার হয় আপনি তখনই এসব রিসোর্স এভেইলএবল পাবেন।

স্কেলএবল:- আপনি চাইলে আপনার প্রয়োজন মতো রিসোর্স এড করে অথবা বাদ দিয়ে আপনার সার্ভারকে স্কেল করতে পারেন।

শেষ কথা,

আশা করছি আজকের এই পোস্টে আপনাদের ভিপিএস সার্ভার (VPS Server) নিয়ে যতটুকু তথ্য জানা দরকার তা দিতে পেরেছি। কোন প্রশ্ন এবং আমাদের কোন তথ্য যদি আপনার কাছে ভুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের এ ব্যাপারে অবগত করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top