ইংরেজি শেখার সহজ উপায় ২০২৩ – Learn English Easily

ইংরেজি শেখার সহজ উপায়: প্রযুক্তির অগ্রগতির ফলে পুরো দুনিয়া আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। সেই সাথে আমাদের চাকরি ক্ষেত্র,পড়াশোনার ক্ষেত্র দেশের সীমানা পেরিয়ে পৃথিবীর অন্যান্য দেশে পৌছে গেছে। আমরা সকলেই চাই বিদেশে গিয়ে লেখাপড়া করতে বা চাকরি করতে কিন্তু আমরা সেখানে গিয়ে তো বাংলায় কারোর সাথে কথা বলতে পারবো না কারণ আমাদের বাংলা ভাষা সেই সব দেশের লোক কিছুই বুঝবে না।

তাই আমাদের এমন কমন ভাষা শিখতে হবে যেটা সকল দেশেই প্রচলিত আছে। হ্যাঁ, এই কমন ভাষা হচ্ছে ইংরেজি যেটি বিশ্বের সকল দেশেই কম বেশি ব্যবহৃত হয়।

ইংরেজি শেখার সহজ উপায়

আজ আমি আপনাদের শিখবাো কিভাবে ইংরেজি শিখতে হয় বা ইংরেজি শেখার সহজ উপায় গুলো বিষয়ে। আশা করি সম্পূর্ণ “ইংরেজি শেখার সহজ উপায়” লেখাটি পড়বেন।

ইংরেজি হলো একটি আন্তর্জাতিক ভাষা (International Language)। যে ভাষা বিশ্বের সকল দেশের লোকের কমবেশি বুঝতে পারে এবং তারা সচারচর ব্যবহার করে থাকে। কিন্তু আমাদের বাংলা ভাষা ভাষীদের জন্য একটা সমস্যা হলো আমরা তেমন একটা ইংরেজি পারি না যার জন্য অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি।

আমাদের পড়াশোনার ক্ষেত্রে ইংরেজি,আমাদের কর্ম ক্ষেত্রে প্রবেশ করার সময় ইংরেজি এবং কাজ করার সময় ইংরেজি এবং অনলাইনে কাজ করতে ইংরেজি ভাষার প্রয়োজন পড়ে। আপনি যত ভালো ইংরেজি পারবেন,আপনি তত বেশি বা তত তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন।

সকল ক্ষেত্রেই ইংরেজি ভাষার প্রয়োজন হলেও আমাদের বাংলা মিডিয়ামের স্কুল কলেজ গুলোতে ইংরেজি শেখানোর জন্য তেমন ভালো কোনো বিশেষ ব্যবস্থা না থাকায় আমাদের দেশের ছাত্রছাত্রীরা ভালো ইংরেজি পায় না। শুধুমাত্র যারা নিজ উদ্দোগে ইংরেজি না শিখে তারা ব্যতীত কেউ ভালো ইংরেজি পায় না।

ইংলিশ মিডিয়ামের স্কুল কলেজ গুলোতে ইংরেজি শেখানো হলেও আমাদের মাতৃভাষা বাংলা ভালো করে শেখানো হয় না।

যাই হোক কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন টপিকে ফিরে যাই।

উপরে আমি বলেছিলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে সহজে ইংরেজি শেখা যায়? | ইংরেজি শেখার সহজ উপায় গুলো ইত্যাদি বিষয়ে।

আর্টিকেলে যা যা আছেঃ

ইংরেজি শেখার সহজ উপায় গুলো

১/ ইংরেজিতে চিন্তা করাঃ

আমরা বাঙালীরা যখন ইংরেজি কথা বলি তখন বেশিরভাগ লোকই আগে কি বলবো সেটা মনে মনে ইংরেজিতে অনুবাদ করে নেই তারপর সেই বাক্য টা বলে থাকি এর ফলে বারবার বাংলা ইংরেজি আসা যাওয়া আমাদের চলেই থাকে ফলে আমাদের কথায় ফ্লুয়েন্সি থাকে না।

এজন্য আমাদের চিন্তাটাও ইংরেজিতেই করতে হবে যার ফলে আমাদের একবার বাংলা আর একবার ইংরেজি আসা যাওয়া করতে হবে না। আমাদের মাইন্ড কে এমন ভাবে সেটাপ করে নিতে হবে যে ইংরেজিই আমাদের মাতৃভাষা। আমরা যা ভাববো সবই যেন ইংরেজিতেই হয়।

আপনার জন্য আরও:



২/ নিজের সাথে ইংরেজিতে কথা বলাঃ

আমাদের একটি সমস্যা হলো আমরা আমাদের নিজেদের সাথে কথা বলতে পারি না। আমরা সবাইকে সময় দিলেও নিজেকেই সময় দিতে পারি না।

আপনি যদি ইংরেজিতে ভালো করতে চান তাহলে আপনি দিনে ১-২ ঘন্টা সময় নিজেকে সময় দিন। এসময় আপনি নিজে নিজেই ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন।

প্রথমে ইংরেজিতে প্রশ্ন করবেন তারপর আবার ইংরেজিতে উত্তর দিবেন। এই কাজটি আপনার ইংরেজি শিক্ষায় অনেক উপকারে আসবে।

এটি করলে আমরা নিজেদের ভুল গুলো নিজেরাই ধরে সেগুলো ঠিক করে নিতে পারবো যাতে সবার সামনে সেই ভুলটি না হয়। এতে করে আমাদের কথা বলায় ফ্লুয়েন্সি বাড়বে। এটি একটি মাধ্যম ইংরেজি শেখার সহজ উপায়।

নিচে দেওয়া সাইটটি ঘুরে আসতে পারেনঃ

https://theenglishstudent.com

৩/ গ্রামার নিয়ে বেশি চিন্তা না করাঃ

কোনো ভাষা শিখতে গেলে আমাদের প্রথমেই যে বিষয়টি জানতে এবং শিখতে হবে সেটা হলো সেই ভাষার নিদিষ্ট ব্যাকরণ বা গ্রামার।

ইংরেজি ভাষায় কথা বলতে গেলেও আমাদের যে সমস্যার বেশি সম্মুখীন হতে হয় সেটা হলো গ্রামার। এমনিতে লিখতে গেলে আমরা নির্ভুল ভাবে গ্রামার এর নিয়ম অনুসারে ইংরেজি লিখতে পারলেও কথা বলার সময় অনেক ক্ষেত্রে গ্রামার ঠিক থাকে না। তাই অনেকেই হতাশ হয়ে পড়েন। তাই গ্রামার নিয়ে চিন্তা বাদ দিন। এতেই ভালো। তাই ইংরেজি শেখার সহজ উপায় এ বিষয়ে এই বিষয়টি মাথায় রাখতে হবে।

৪/ প্রচুর ইংরেজি শোনাঃ

১০০ বার পড়ার থেকে ১ বার দেখা বা শুনলে একটি কথা আমাদের বেশি মনে থাকে। ইংরেজি পড়ে আপনি যতটা ইংরেজি শিখতে না পারবেন, তার থেকেও বেশি ইংরেজি শিখতে পারবেন বিভিন্ন ইংলিশ নাটক দেখে,,গান শুনে। এর মাধ্যমে আপনি নতুন ননতুন শব্দ শেখার পাশাপাশি আগের চেয়ে আরো সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন।

বিভিন্ন টিভি সিরিজ,গান,মুভিতে এমন কিছু ইংরেজি শব্দ ব্যবহার করা হয় যেগুলো বাংলায় অনুবাদ করলে আমরা হয়তো কিছুই বুঝবো না কারণ এই শব্দ গুলো শুধু মাত্র এক্সপেশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। বই পড়ে আপনি এই শব্দ গুলো কোনো দিন শিখতে পারবেন না।

তাই ইংরেজি পড়ার চাইতে বেশি বেশি ইংরেজি টিভি সিরিজ,গান এবং মুভি দেখুন। এসব বিশেষ শব্দ গুলো ব্যবহার করলে আপনি কথা বললে আপনার কথা গুলো অনেক শ্রুতিমধুর হয়ে যাবে।

৫/ ইংরেজি গান গাওয়াঃ

ইংরেজি শেখার ক্ষেত্রে এই কাজটি আপনার অনেক উপকারে আসবে। আপনি সময় পেলেই ইংরেজি গান শুনবেন এবং সেগুলো গাওয়ার চেষ্টা করবেন। হয়তো আপনি তাদের তালে তালে গান গাইতে পারবেন না তবে এতে আপনার উচ্চারণ গুলো সঠিক ভাবে হবে।

সাধারণত ইংরেজি গান গুলোতে সকল লাইন প্রায় এক সাথেই গাওয়া হয়ে থাকে তাই আপনি যদি তাদের সাথে গান গাইতে পারেন তাহলে আপনিও একটানা ইংরেজি বলার একটি অভ্যাস তৈরি করে নিতে পারবেন।

৬/ ইংরেজিতে গল্প বলাঃ

আপনি যে গল্পটি বা যে কাহিনীটি ভালো জানেন সেটি আপনার বন্ধুদের ইংরেজিতে শোনান। এর মাধ্যমে আপনি নিজেকে পরীক্ষা করতে পারবেন। আপনি যে গল্পটি ভালো ভাবে জানেন সেটি কাউকে বলতে ভাবতে হবে না তাই এমন একটি গল্প নির্বাচন করে সেটি ইংরেজি অনুবাদ করে আপনার কাছের বন্ধুদের শোনান।

৭/ যেকোন শব্দের অন্যান্য রূপ সম্পর্কে জানাঃ

ইংরেজিতে প্রায় সকল শব্দের একাধিক রুপ বা অর্থ থাকে যেগুলো দুটি ভিন্ন ভিন্ন বাক্যে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। যেমনঃ ইংরেজির “get” শব্দটি কোনো কোনো শব্দে “পাওয়া” অর্থে আবার কোনো কোনো শব্দে “বুঝতে পারা” অর্থে ব্যবহার করা হয়। এসব শব্দের অর্থ বাক্য ভেদে পরিবর্তন হয়ে যায়। তাই আপনি সকল শব্দের অন্যান্য রুপ গুলো বা অর্থ গুলো জেনে নিন।

৮/ শুধু শব্দ না, Phrase শেখাঃ

আমরা বাংলাদেশিরা যারা ইংরেজি শিখবো তারা হয়তো সঠিক গ্রামার এবং সঠিক শব্দ ব্যবহার করে কথা বলবো কিন্তু একজন ইউএস (US) এর মানুষ যখন কথা বলবে তার সাথে আমাদের বাক্যের অনেক তফাৎ পাওয়া যাবে।

কারণ আমরা হয়তো কাউকে “কেমন আছো” এটূ জিজ্ঞেস করতে “How Are You?” বাক্যটি ব্যবহার করবো কিন্তু যারা ইংরেজিতে ফার্স্ট তারা একই কথা জিজ্ঞেস করতে “what’s up” বাক্যটি ব্যবহার করতে হবে। তাই আমাদের সঠিক গ্রামার এবং শব্দ জানার পাশাপাশি এসব এক্সপেশন গুলোও জানতে হবে।

৯/ আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলাঃ

আমাদের যদি এখন হঠাৎ করেই ১০০ মানুষের সামনে কোনো সহজ বিষয়েও কথা বলতে বলে তাহলেও আমরা বেশিরভাগ লোক এই কাজটি করতে পারবো না কারণ এ বিষয়ে আমাদের অভিজ্ঞতা নেই যদিও কাজটি সহজ।

আপনি ইংরেজি ভালো ইংরেজি শেখার পরেও আরেক জনের সামনে গিয়ে হয়তো ভালো ভাবে কথা বলতে পারবেন না।

তাই প্রথমে আপনি আয়নার সামনে দাড়িয়ে নিজে নিজে কথা বলুন এটা আপনার অনেক উপকারে আসবে এবং কথা বলার জড়তা কাটিয়ে দিবে।

১০/ সংকোচ কাটিয়ে তোলাঃ

ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি সমস্যা করে সেটি হলো আমাদের নিজেদের সংকোচ। আমি সঠিক ভাবে কথা বলতে পারবো নাকি? কিছু ভুল হলে লোকেরা কি বলবে? ইত্যাদি চিন্তা আমাদের মাথায় ঘুরপাক করতে থাকে।

এসব চিন্তা বাদ দিয়ে আপনি যা পারেন তত টুকুই নিয়েই সাহস করে কথা বলা শুরু করুন দেখবেন আপনিই সেরা।

১১/ প্রচুর ইংরেজি শব্দ জানাঃ

আপনি যদি কোনো ভাষা শিখতে চান তাহলে আপনাকে প্রথমেই যে বিষয়টি শিখতে এবং জানতে হবে সেটি হলো সেই ভাষার শব্দ গুলো জানা। আপনি যত বেশি ইংরেজি শব্দ জানতে পারবেন তত তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবেন কারণ শব্দ জানলে কথা বলার সময় কোনো সমস্যা হবে না।

আপনাকে কমপক্ষে ৫০০-৭০০ Spoken Verb,অতি প্রয়োজনীয় Adjective গুলো,অতি প্রয়োজনীয় Adverb গুলো,দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রয়োজনীয় শব্দ গুলো শিখে নিতে হবে।

আপনার মনে প্রশ্ন আসতে পারে যে গ্রামার না জেনে আগে এসব জেনে কি হবে?

ঠিক একই ভাবে আপনি যখন ইংরেজি শিখতে যাবেন তখন আপনাকে আগেই ইংরেজি শব্দ গুলো শিখে নিতে হবে। যাতে যখন যেটা দরকার হবে নিমিষেই সেটা মনে করে ব্যবহার করতে পারবেন।

আগে থেকেই ইংরেজি শব্দ গুলো জেনে রাখলে আপনি ধরে নিন আপনি প্রায় ইংরেজি শিখেই গেছেন। কারণ শব্দ শেখার পর শুধু গ্রামার শিখলেই আপনার কাজ শেষ।

আরও দেখুন:



১২/ কোনো একটি কোর্স করাঃ

আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি নিয়ে অনেকের মনে নানান প্রশ্ন জাগতে পারে। আমাদের মাঝে অনেকেই আছেন যারা স্কুল কলেজে সারা দিন রাত গণিত,ইংরেজি এই বিষয় গুলো পড়ে বা কয়েকদিন প্রাইভেট পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করেন।

কিন্তু পরীক্ষায় ইংরেজিতে ভালো নাম্বার পাওয়া আর কারোর সাথে ইংরেজিতে অনর্গল ইংরেজিতে কথা বলা এক বিষয় না।

আপনি নিজে নিজে ভালো ইংরেজি নিয়ম শিখতে পারলেও কারোর সাথে ভালো করে ইংরেজিতে কথা বলতে পারবেন না।

বিশ্বাস না হলে চেষ্টা করে দেখতে পারেন। কারণ শুধু ব্যাসিক জেনেই যদি ইংরেজিতে কথা বলা যেতো তাহলে অষ্টমে ইংরেজিতে ভালো করা ছাত্র আর অনার্স মাষ্টার্স পাশ করা ছাত্রের মাঝে কোনো পার্থক্য থাকতো না। সবাই ভালো ইংরেজি বলতে পারতো।

তাই আপনি যদি আসলেই ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি কোর্স করে নিতে হবে। নিচে আমি কয়েকটি কোর্সের নাম উল্লেখ করে দেওয়ার চেষ্টা করবো।

১৩/ বাক্য তৈরি করতে শেখাঃ

আপনি যেসব শব্দ জানেন সেগুলো দিয়ে আপনার সাধ্য অনুযায়ী বাক্য তৈরি করার চেষ্টা করুন। এ পদ্ধতি অনুসরণ করলে আপনি অনেক সহজে শব্দ গুলো মনে রাখতে পারবেন।

আপনি যদি শুধু শব্দ গুলো শিখে রাখেন কিন্তু সেগুলো ব্যবহার না করেন তাহলে আস্তে আস্তে আপনি সেগুলো ভুলে যাবেন। তাই যত শব্দ শিখেছেন সেগুলো দিয়েই নিজে নিজে বাক্য তৈরি করুন এবং ধীরে ধীরে কথা বলার চেষ্টা করুন।

১৪/ বিভিন্ন এক্সপেশন আয়ত্ব করাঃ

ইংরেজিতে কথা বলতে গিয়ে সবসময় যে নিজ থেকে বাক্য গঠন করে কথা বলতে হবে এমন কোনো কথা নেই। ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য কিছু রেডিমেইড স্পোকেন ইংলিশ এক্সপেশন/ স্পোকেন ইংলিশ স্ট্রাকচার আছে যেগুলো আপনাকে আয়ত্ব করতে হবে।

এই ধরনের কমন ইক্সপ্রেশন গুলো আপনার আয়ত্বে থাকলে কথা বলার জন্য আপনাকে চিন্তা করে আর সময় নষ্ট করতে হবে না বরং খুব দ্রুত কথা বলতে পারবেন।

১৫/ মটিভেশন

সবশেষে যে পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেটি হলো মটিভেশন। জীবনে চলার পথে আমরা প্রতিদিন নানান মটিভেশনাল কথা শুনতে পারি মানে আমি আপনি সকলেই এখন মটিভেটেড। কিন্তু আমি এখানো কোনো মটিভেশনাল কথা বলতে আসি নাই। আমি শুধু একটা কথাই বলবো যেটি হলো উপরে আমি যে বিষয়গুলো নিয়ে এতক্ষন আলোচনা করলাম সেগুলো আপনি নিজের উপর প্রয়োগ করুন। আশা করি আপনি খুব সহজে ইংরেজি শিখতে পারবেন।

আসুন এবার আমরা কিছু সহজে ইংরেজি শেখার কোর্স বিষয়ে জেনে আসি। যেখানে কোর্স করলে আপনি ইংরেজির সকল খুঁটিনাটি বিষয় জানতে পারবেন।

ইংরেজি শেখার সেরা কোর্স ২০২৩

১/ টোফেল (Tofel)

এই কোর্সটি ETS দ্বারা স্বীকৃত পরীক্ষার জন্য শেখানো একটি প্রস্তুতি কোর্স। এটি আমাদের ইংরেজী ভাষায় দক্ষতা এবং জ্ঞান উন্নত করতে সহায়তা করবে।

২/ আইইএলটিএস (IELTS)

ইংরেজি শেখার জন্য এটি অন্যতম একটি সেরা কোর্স। যারা বিদেশে লেখাপড়া করতে চায় তাদের জন্য এই কোর্সটি অনেক উপকারে আসে। এখানে আপনাকে ভালোভাবে ইংরেজি শেখানো হবে এবং শেষে একটি পরীক্ষা নিবে যার মাধ্যমে আপনি ১ থেকে ১০ এর মধ্যে একটা নিদিষ্ট পয়েন্ট পাবেন।

৩/ বিবিসি লার্নিং ইংরেজি

বিবিসি একটি সেরা ওয়েবসাইট যেখানে আমরা ইংরেজি শিখতে প্রচুর বিনামূল্যে কোর্স পেয়ে যাবো। এখান থেকে আমরা সকল শব্দ,শব্দের উচ্চারন,এবং নতুন অভিযোজিত নতুন নিয়ম গুলো জানতে পারবো।

আমরা এই ওয়েবসাইট বা সার্ভিস টি ব্যবহার করে খুব সহজেই ইংরেজি শিখতে পারবো।

এছাড়া আরো অনেক গুলো কোর্স এর সন্ধান পাবেন যেগুলো করে আপনি একদম সহজ উপায়ে ইংরেজি শিখতে পারবেন।

(বিঃদ্রঃ আপনি ইউটিউব এবং গুগলে সার্চ করে অনেক সাইট পাবেন যেগুলো অনেক আর্টিকেল আছে। যেগুলো পড়ে আপনি ইংরেজি বিষয়ে অনেক কিছু জানতে পারবেন।

ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

আমি গুগলে দেখলাম অনেকেই খোঁজতেছেন ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট। কিন্তু দুঃখের বিষয় হলো যে, আমি গুগল অনুসন্ধান করে তেমন কোন বাংলা ওয়েবসাইট পাইনি যেটিতে ইংরেজি শেখা যায়।

তবে গুগলে আমি অনেকগুলো ইংরেজি ওয়েবসাইট দেখেছি যেগুলো থেকে খুব ভালোভাবে ইংরেজি শেখা যাবে। আপনি এই ইংরেজি শেখার কৌশল ব্যবহার করে খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। আপনি google এ সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন যেগুলো থেকে খুব সহজে ইংরেজি শেখা যায়।

ইংরেজি শেখার সহজ উপায় pdf

যারা ইংরেজি শেখার সহজ উপায় pdf খুজতেছেন, তাদের জন্য সুখবর। আপনি গুগলে যদি সার্চ করেন ইংরেজি শেখার সহজ উপায় পিডিএফ লিখে তাহলে অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন। যেগুলো থেকে আপনি খুব সহজেই ইংরেজি শেখার পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন।

ইংরেজি শেখার সহজ উপায় বই

ইংরেজি শেখার অনেক বই রয়েছে। বাংলাদেশি অনেকেই ইংরেজি শেখার বই প্রকাশ করেছে। আপনি যদি রকমারি ডট কম ভিজিট করেন তাহলে অনেকগুলো ইংরেজি শেখার বই পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ভালো রিভিউ দেখে ইংরেজি শেখার বই ক্রয় করতে পারেন।

৩০ দিনে ইংরেজি শেখার বই

৩০ দিনে ইংরেজি শেখার বই অনেকে গুগলে অনুসন্ধান করতেছেন। ভালো কথা হলো, রকমারি.কমে আপনি ৩০ দিনে ইংরেজি শেখার বই পাবেন। তাই আপনার যদি ৩০ দিনে ইংরেজি শেখার বই প্রয়োজন হয়, তাহলে এখনই রকমারি ডট কমে গিয়ে বইটি অর্ডার করতে পারেন।

সবশেষ কথাঃ

ইংরেজি হলো একটি আন্তর্জাতিক ভাষা যা বিশ্বের সকল দেশেই ব্যবহার করা হয়। শুধু বিদেশে নয় বর্তমানে আমাদের বাংলাদেশেও যেকোনো চাকরির ক্ষেত্রে কম বেশি ইংরেজি জানা দরকার হয়। আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইংরেজি জানতেই হবে।

উপরে আমি কিছু পয়েন্ট তুলে ধরেছি। আপনি যদি সকল বিষয় গুলো মেনে চলেন এবং সেই অনুযায়ী কাজ করেন তাহলে আশা করা যায় আপনি অনেক তাড়াতাড়ি ইংরেজি শিখে নিতে পারবেন। প্রথমে ইউটিউব এর ভিডিও দেখে বা বিভিন্ন আর্টিকেল পড়ে শুরু করতে পারেন এবং বেসিক গুলো শেখার পর ভালো কোনো প্রতিষ্ঠানে কোর্স করে নিতে পারেন।

আমার ইংরেজি শেখার সহজ উপায় লেখাটি কেমন লাগলো কনেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে আর্টিকেল টি শেয়ার করতে ভুলবেন না। সময় নিয়ে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top