ডেডিকেটেড সার্ভার হোস্টিং কি?, দাম, কেনার নিয়ম

আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকেন তাহলে হয়তো বা আপনি শুনে থাকবেন ডেডিকেটেড সার্ভার হোস্টিং (Dedicated Server Hosting) এর কথা। ওয়েব সার্ভার এর ক্ষেত্রে ডেডিকেটেড সার্ভার হোস্টিং এটি অন্যতম সেরা।

ডেডিকেটেড সার্ভার হোস্টিংয়ের অনেক সুবিধা অসুবিধা রয়েছে। সেই কারণগুলো আজকে আমরা এই আর্টিকেলের মধ্যে জানব।

আপনি যদি ডেডিকেটেড সার্ভার হোস্টিং (Dedicated Server Hosting) সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত এই আর্টিকেলটি পড়ে নিবেন।

ডেডিকেটেড সার্ভার হোস্টিং

ডেডিকেটেড সার্ভার হোস্টিং কি? – What Is Dedicated Server Hosting?

ডেডিকেটেড সার্ভার হোস্টিং এর ক্ষেত্রে একজন ক্লায়েন্ট পুরা সার্ভারটি ভাড়া করে নেয়। এই সার্ভারের কোন কিছু অন্যের সঙ্গে শেয়ার করা হয় না। ডেডিকেটেড সার্ভারের ক্ষেত্রে একজন ক্লায়েন্টের কাছে শুধুমাত্র নিয়ন্ত্রণ থাকে সেই সার্ভারটির তার প্রয়োজনমতো ব্যবহার করতে পারে।

আরো সহজ ভাবে বলতে গেলে ডেডিকেটেড সার্ভার হোস্টিং (Dedicated Server Hosting) এটি হচ্ছে শেয়ারেড হোস্টিং এর বিপরীত। অর্থাৎ শেয়ারেড হোস্টিং এর ক্ষেত্রে যেমন একটি সার্ভার কয়েকজন মিলে ব্যবহার করে, ঠিক এর বিপরীতে ডেডিকেটেড সার্ভারের ক্ষেত্রে শুধুমাত্র একজন ক্লায়েন্ট সার্ভারটি ব্যবহার করে। এবং পুরোপুরি তার কাছে এ সার্ভারে নিয়ন্ত্রণ থাকে।

এতক্ষণ তো আমরা জানলাম ডেডিকেটেড সার্ভার কি, এখন আমরা জানবো ডেডিকেটেড সার্ভারের সুবিধা-অসুবিধা। যা জানা আপনার অবশ্যই জরুরি যদি আপনি ডেডিকেট সার্ভার কিনতে চান।

আপনি এই আর্টিকেলগুলো দেখতে পারেনঃ



ডেডিকেটেড সার্ভার হোস্টিং এর সুবিধা – Benefits of Dedicated Server Hosting

ডেডিকেটেড সার্ভার হোস্টিং ওয়েব সার্ভার হোস্টিং এর মধ্যে খুবই সেরা। ডেডিকেটেড সার্ভার হোস্টিং এর ক্ষেত্রে অল্প কিছু অসুবিধা থাকলে অনেক সুবিধা রয়েছে যা দরুন এটি অনেকে ব্যবহার করে থাকে।

নিচে ডেডিকেটেড সার্ভার হোস্টিং এর গুরুত্বপূর্ণ কিছু ভালো দিক উল্লেখ করা হলো। যে দিকগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যদি ভালো মানের ওয়েব হোস্টিং কিনতে চান।

০১. নিয়ন্ত্রণ

ডেডিকেটেড সার্ভার হোস্টিং এর ক্ষেত্রে ক্লায়েন্ট পুরো নিয়ন্ত্রণ পেয়ে থাকে তার সার্ভারের। অর্থাৎ আপনি সেই সার্ভারের Ram, CPU, Storage সমস্ত কিছুর পুরাপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন।

০২. ওয়েবসাইটের গতি

শেয়ারেড হোস্টিংয়ের তুলনায় আপনি ডেডিকেটেড সার্ভার হোস্টিং এ অনেক ভালো গতি পাবেন। যার ধরুন আপনার ওয়েবসাইটের ভিজিটররা খুব সহজে আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারবে।

বর্তমান সময়ে আমরা সবাই জানি, ুগলের র‍্যাংকিং ফ্যাক্টর অনুযায়ী ওয়েবসাইটের স্পিড অনেক বড় একটি বিষয় ওয়েবসাইটের রেংকিং এর ক্ষেত্রে। অবশ্যই আপনি যদি ভালো মানের স্পিড পেতে চান তাহলে আপনি ডেডিকেটেড সার্ভার হোস্টিং ব্যবহার করতে পারেন।

০৩. নিরাপত্তা

ডেডিকেটেড সার্ভার হোস্টিং শেয়ারেড হোস্টিং বা VPS Hosting এর চেয়ে বেশি নিরাপদ। যেহেতু ডেডিকেটেড সার্ভার হোস্টিং এর ক্ষেত্রে আপনার সার্ভারে নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে, সেহেতু আপনি নিরাপত্তা জনিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন।

০৪. সার্ভার ব্যালান্সিং

ডেডিকেট সার্ভার হোস্টিং আপনার প্রয়োজনে স্কেল আপ বা কম করতে পারবেন। আপনার যদি সার্ভারের যে কোন বিষয় আপগ্রেড করার প্রয়োজন হয় তাহলে আপনি খুব সহজে তা করে নিতে পারবেন।

০৫. সহায়তা

সহায়তার ক্ষেত্রে ডেডিকেটেড সার্ভার হোস্টিং ভালো মানের সহায়তা দিয়ে থাকে। আপনার যেকোনো হোস্টিং সম্পর্কিত সমস্যা হলে তাদের সঙ্গে যোগাযোগ করে সহজে সমাধান করে নিতে পারবেন।

আন্তর্জাতিকভাবে অনেক ভালো মানের ডেডিকেটেড সার্ভার হোস্টিং কোম্পানি রয়েছে যারা ২৪ ঘন্টা লাইভ সাপোর্ট দিয়ে থাকে। আপনি যদি ওইখান থেকে ডেডিকেটেড তারপর হোস্টিং নিয়ে থাকেন তাহলে আপনি ভালো মানের সহায়তা পাবেন।

ডেডিকেটেড সার্ভার হোস্টিং আপনি কেন কিনবেন? – Why You Should Buy Dedicated Server Hosting?

ডেডিকেটেড সার্ভার হোস্টিং ক্রয়ের ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। তাহলে হয়তো আপনি ডেডিকেটেড পোস্টিং ক্রয় করে বা না করে লাভবান হতে পারবেন। নিচের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হলোঃ

  • আপনার ওয়েবসাইটে যদি প্রচুর পরিমাণে ভিজিটর এসে থাকে। সেহেতু আপনি ডেডিকেটেড সার্ভার হোস্টিং নিতে পারেন। কেননা ওয়েবসাইটে বেশি পরিমাণ ভিজিটর আসলে ডেডিকেটেড সার্ভার হোস্টিং ভালো স্কেলিং করতে পারে। যার ধরন প্রচুর পরিমাণে ভিজিটর ওয়েবসাইটে আসলে কোন প্রকার সমস্যা তৈরি হয় না।
  • আপনি যদি আপনার সার্ভারের পুরোপুরি নিয়ন্ত্রণ পেতে চান।
  • আপনি যদি আপনার ওয়েবসাইটের ভাল স্পিড (Website Speed) পেতে চান।

Dedicated Server Hosting এর অসুবিধা 

ডেডিকেটেড সার্ভার হোস্টিং এর ক্ষেত্রে তেমন অসুবিধার বিষয় নেই। তবে অল্প কিছু কারণে আপনি চাইলে ডেডিকেটেড সার্ভার হোস্টিং ব্যবহার নাও করতে পারেন, এতে তেমন কোনো অসুবিধা হবে না।

  1. যদি আপনার ওয়েবসাইটটি নতুন হয়। কেননা নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে শেয়ারেড হোস্টিং এর মাধ্যমে ভালো সার্ভিস পেতে পারেন। নতুন ওয়েবসাইটের ভিতরে তেমন বেশি ভিজিটর থাকে না। তাই নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে ডেডিকেট সার্ভার হোস্টিং এর প্রয়োজন নেই।
  2. ডেডিকেটেড সার্ভার হোস্টিং এর মূল্য একটু বেশি থাকে শেয়ারড হোস্টিং ও VPS হোস্টিংয়ের তুলনায়।

কোথা থেকে ডেডিকেটেড সার্ভার হোস্টিং কিনবেন? – Where to buy dedicated server hosting?

এখন প্রশ্ন হচ্ছে আপনি কোথা থেকে ডেডিকেটেড সার্ভার হোস্টিং ক্রয় করবেন? আমি আপনাকে সাজেশন করব আপনি আন্তর্জাতিক জনপ্রিয় ওয়েব হোস্টিং কোম্পানি থেকে ডেডিকেটেড সার্ভার হোস্টিং করতে পারেন।

আমি নিচে কয়েকটি জনপ্রিয় ডেডিকেটেড সার্ভার হোস্টিং/ওয়েব হোস্টিং কোম্পানির নাম উল্লেখ করে দিচ্ছি।

  1. SiteGround.
  2. BlueHost.
  3. HostGator.
  4. A2 Hosting.
  5. OVHcloud.
  6. InMotion.
  7. Namecheap.

শেষ কথা,

আশা করি আপনি ডেডিকেট সার্ভার হোস্টিং বিষয়ে ভালোভাবে জানতে পেরেছেন। তবে ডেডিকেটেড সার্ভার হোস্টিং ক্রয়ের ক্ষেত্রে অনেক কিছু মাথায় রাখতে হবে। আশা করি এই আর্টিকেলটি আপনার উপকারে আসবে যদি আপনি ডেডিকেটেড সার্ভার হোস্টিং ক্রয় করতে চান।

আর আপনার কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনি যদি নিয়মিত প্রযুক্তি বিষয়ক, ও অনলাইন ইনকাম বিষয়ক আর্টিকেল পেতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে পারেন।

আমরা প্রতিনিয়ত অনলাইন ইনকাম সম্পর্কিত, প্রযুক্তি বিষয়ক আর্টিকেল আমাদের ওয়েব সাইটে প্রকাশ করে যাচ্ছি। এছাড়াও আপনি আর্টিকেলটি ভালো লাগলে আপনার সোশ্যাল মিডিয়া একাউন্টে শেয়ার দিতে পারেন।

ডেডিকেটেড সার্ভার হোস্টিং সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top