ক্লাউড হোস্টিং কি?, দাম, কেন কিনবেন?

আমরা যারা ব্লগিং কিংবা ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকি আমরা সবাই মোটামুটি হোস্টিং নিয়ে জানি। একটি প্রোপার হোস্টিং ব্যবহার করা কতটা জরুরি তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আমরা সকলেই জানি।

এই আর্টিকেলে আমরা শুধু মাত্র একটি স্পেসিফিক হোস্টিং নিয়ে বিস্তারিত জানব সেটি হলো ক্লাউড হোস্টিং (Cloud Hosting)। ক্লাউড হোস্টিং নিয়ে ভালো ধারণা পেতে চাইলে, অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আমাদের এই ক্লাউড হোস্টিং নিয়ে আর্টিকেলটি পড়ে নিবেন।

ক্লাউড হোস্টিং কি?

ক্লাউড হোস্টিং কি? – What Is Cloud Hosting

আপনি যদি শেয়ারড হোস্টিং ব্যবহার করে থাকেন এবং আপনার সাইটে যদি ট্রাফিক বৃদ্ধি পায় তাহলে আপনার উচিত ক্লাউড বেইসড হোস্টিং ব্যবহার করা।

এটি এমন একটি হোস্টিং যেটি খুব সহজেই একসাথে অনেক ট্রাফিকের প্রেশার সহ্য করতে পারে৷ আপনি ক্লাউড বেইনড হোস্টিং যে পরিমাণ বঢবহার করবেন শুধু ঐ পরিমাণের টাকাই দিবেন তাই এটি মোটামুটি রিজেনএবলও বটে।

যারা ইভেন্ট ব্লগিং নিয়ে কাজ করে হঠাৎ একসাথে অনেক ট্রাফিক চলে আসে সাইটে এটি তাদের জন্য বেস্ট চয়েস। একটি কন্ট্রোল এবং ম্যানেজও মোটামুটি সহজ। 

ক্লাউড হোস্টিং কিভাবে কাজ করে – How Cloud Hosting Works?

সাধারণত আমরা যখন কোন ওয়েবসাইট হোস্টিং (Website Hosting) করি, তা একটি ওয়েব সার্ভারে জমা থাকে। কিন্তু ক্লাউড হোস্টিং এর ক্ষেত্রে এটি বিপরীত। ক্লাউড হোস্টিং (Cloud Hosting) এর ক্ষেত্রে অনেক গুলো সার্ভারের মাধ্যমে লোকেশন অনুযায়ী আপনার সাইট ভিজিটরের কাছে পৌছাবে।

অর্থাৎ শুধু মাএ একটি সার্ভারের মধ্যেই আপনার সাইট সিমাবধ্য থাকবে না, প্রয়োজন মতো ভিন্ন ভিন্ন সার্ভার এর ব্যবহার করে ইউজারের/ভিজিটরের কাছে পৌছাতে পারে। শুধু তাই নয়, এই বলয় অনেক সময় ভিন্ন ভিন্ন দেশে সংরক্ষিত সার্ভার এর সমন্বয়ে তৈরি হয়ে থাকে।

এই আর্টিকেলগুলো আপনি পড়তে পারেনঃ



কেন ক্লাউড হোস্টিং ব্যবহার করবেন? – Why Use Cloud Hosting?

১) ক্লাউড হোস্টিং খুব সহজেই স্কেলিং করা যায়৷ অর্থাৎ আপনার প্রয়োজনে আপনি নতুন রিসোর্স RAM, CPU, Storage এখানে যুক্ত করতে পারবেন আবার প্রয়োজনে সরিয়ে নিতে পারবেন। 

২) ক্লাউড হোস্টিং ব্যবহার করার আরেকটি উপকার হলো এটি অনেক নিরাপদ। আপনার ইউজারের তথ্য এবং আপনার তথ্য যথেষ্ট নিরাপদ থাকবে এই হোস্টিংয়ে।

৩) নরমাল কোনো হোস্টিং এর তুলনায় ক্লাউড হোস্টিং অনেক ভালো পারফরম্যান্স দেয়। এবং পারফরম্যান্স ও দাম অনুযায়ী ক্লাউড হোস্টিং বেস্ট একটা অপশন। 

৪) ক্লাউড হোস্টিং অত্যান্ত ফ্যাক্সিবল। অর্থাৎ আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যেকোন কিছু যুক্ত করতে পারবেন অথবা সরিয়ে নিতে পারবেন যেকোন এনভায়রনমেন্ট তৈরি করতে পারবেন সহজেই। 

৫) ক্লাউড হোস্টিং গুলোই হোস্টিং প্রোভাইডার ২৪ ঘন্টা সাপোর্ট দেয় যার কারনে আপনার যেকোন সমস্যার সমাধান দ্রুতই হবে। 

৬. ক্লাউড হোস্টিং ওয়েবসাইট ১০০% আপ টাইম থাকে। অর্থাৎ কোনো কারণে একটি সার্ভার যদি ডাউন হয়ে যায় তাহলে অন্য একটি সার্ভার থেকে সাইটটি চলমান থাকে।

৭. ক্লাউড হোস্টিং কোম্পানিগুলো (Cloud Hosting Company) তাদের লাইভ সাপোর্ট দিয়ে থাকে। আপনার ক্লাউড হোস্টিং সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে আপনি ২৪ ঘন্টা তাদেরকে পাশে পাবেন। ক্লাউড হোস্টিং কোম্পানিগুলো সার্বক্ষণিক অপেক্ষায় থাকে তাদের ক্লাইন্টের যে কোন সমস্যা সমাধান করার জন্য।

কোন ওয়েব সাইটের জন্য ক্লাউড হোস্টিং?

এখন আপনি হয়তোবা ভেবে থাকতে পারেন, ওয়েব সাইটের জন্য ক্লাউড হোস্টিং এর সেরা। কিন্তু ওয়েবসাইট ধরন অনুযায়ী আঠার মত ক্লাউড হোস্টিং ব্যবহার হয়ে থাকে।

আপনার ওয়েবসাইটে যদি অল্প পরিমাণে ভিজিটর থাকে বা আপনি নতুন ওয়েবসাইট শুরু করতে চাচ্ছেন, তাহলে আপনার উচিত হবে ক্লাউড হোস্টিং না নেওয়া।

একটি নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে বা অল্প ভিজিটর ওয়েবসাইট এর ক্ষেত্রে শেয়ারেড হোস্টিং, VPS হোস্টিং ব্যবহার করা যেতে পারে।

কেননা এতে একটি নতুন ওয়েবসাইট বা অল্প ভিজিটর ওয়েবসাইট এর ক্ষেত্রে তেমন কোন অসুবিধা হবে না। কেননা অল্প ভিজিটর বা নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে ক্লাউড হোস্টিং ব্যবহার করা লাভজনক নয়।

ক্লাউড হোস্টিং এর কিছু অসুবিধা

ক্লাউড হোস্টিং এর তেমন কোন অসুবিধার বিষয় নেই। তবে আমি মনে করি একটি অসুবিধার বিষয় হচ্ছে, ক্লাউড হোস্টিং এর ক্ষেত্রে বেশি টাকা ব্যয় করতে হয়। কেননা আপনার অন্যান্য সার্ভার হোস্টিং এর চাইতে ক্লাউড হোস্টিং এর ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে অর্থ ব্যয় করতে হবে।

এ ছাড়া ক্লাউড হোস্টিং এর বিষয়ে আমার কাছে তেমন কোনো অসুবিধার বিষয় মনে হয়নি। আপনি যদি ১০০% ওয়েবসাইট ভালো স্পিডসহ আপ টাইম পেতে চান, তাহলে আপনি নির্দ্বিধায় ক্লাউড হোস্টিং নিতে পারেন।

কোথা থেকে ক্লাউড হোস্টিং ক্রয় করবেন? – Where to buy Cloud Hosting?

আপনি যদি ক্লাউড হোস্টিং আপনার ওয়েবসাইট এর জন্য ক্রয় করতে চান, তাহলে অবশ্যই আমি আপনাকে সাজেশন করব আন্তর্জাতিক মানের ক্লাউড হোস্টিং কোম্পানি/ওয়েব হোস্টিং কোম্পানি থেকে আপনার ক্লাউড হোস্টিং ক্রয় করবেন।

আপনি যদি google এ গিয়ে ক্লাউড হোস্টিং লিখে সার্চ করেন, তাহলে অসংখ্য জনপ্রিয় আন্তর্জাতিক মানের ভালো মানের ক্লাউড হোস্টিং কোম্পানি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি রিভিউ করে ভালো একটি কোম্পানি থেকে ক্লাউড হোস্টিং কিনে নেবেন।

শেষ কথা,

আশা করি ক্লাউড হোস্টিং বিষয়ে এই আর্টিকেলটি আপনার উপকারে এসেছে। এছাড়াও আমাদের ওয়েবসাইটের মধ্যেই ওয়েব হোস্টিং বিষয়ে আরো আর্টিকেল রয়েছে। আপনি চাইলে সেগুলো পড়ে ওয়েব হোস্টিং এর বিষয়ে আরো জানতে পারেন।

ক্লাউড হোস্টিং বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে যাবেন। আপনি কেন ক্লাউড হোস্টিং কিনতে চাচ্ছেন, বা কোন ক্লাউড কোম্পানি থেকে আপনার হোস্টিং ঠিক করতে চান।

এছাড়া আমি আপনাকে বলে রাখছি, নিয়মিত প্রযুক্তি বিষয়ক, ‍ও অনলাইন ইনকাম সম্পর্কিত বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইটে আপনি আসতে পারেন। আমরা নিয়মিত এরকম প্রযুক্তি বিষয়ক আলোচনা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে যাচ্ছি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top