ইউটিউব থেকে আয় করার ৫টি উপায় (সহজ পদ্ধতি গুলি)

ইউটিউব থেকে আয় করার ৫টি উপায় সহজ সাবলীলভাবে উপস্থাপন করার চেষ্টা করব এই আর্টিকেলের মাধ্যমে। আজকের এই অনলাইন ইনকাম বিডির আর্টিকেলটি তাদের জন্য যারা গুগল এ ইউটিউব থেকে আয় করার ০৫টি উপায় অনুসন্ধান করতেছে।

আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা ইউটিউবার হওয়ার আশা রয়েছে, তাহলে কিন্তু আপনার এই আর্টিকেলটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়া উচিত।

কারণ এই আর্টিকেল এর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে থেকে টাকা ইনকাম করবেন। এবং কি পদ্ধতি গুলো আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করা উচিত টাকা ইনকাম করার ক্ষেত্রে।

ইউটিউব থেকে আয় করার ৫টি উপায়
ইউটিউব থেকে আয় করার ৫টি উপায়

ইউটিউব থেকে আয় করার ৫টি উপায় (5 ways to earn from YouTube)

এই পোস্টের মধ্যে আমি যে ইউটিউব থেকে আয় করার ৫টি উপায় নিয়ে আলোচনা করব। এই গুলি আমার দৃষ্টিকোণ থেকে ইউটিউবে কাজ করার সহজ ও কার্যকরী মাধ্যম ইউটিউব থেকে আয় করার।

আর আগের থেকে আপনাকে বলে রাখি, আমার ইউটিউব এ কাজ করার দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতার আলোকে থেকে এই আর্টিকেলে আমি সেরা পাঁচটি youtube থেকে আয় করার মাধ্যম উল্লেখ করব। দয়া করে ইউটিউব থেকে আয় করার ৫টি উপায় নিচে দেখুন।

অবশ্যই পড়বেন:



০১. গুগল এডসেন্স/ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে আয়

আমাদের বাংলাদেশ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন বা ইউটিউব চ্যানেলে গুগল এডসেন্স ব্যবহার করে ইনকাম করার পদ্ধতি।

ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পর ইউটিউব চ্যানেলের ভিডিওতে ইউটিউব কর্তৃপক্ষ হতে অ্যাড দিয়ে থাকে। আর এই অ্যাড দর্শকদের দেখানোর মাধ্যমে ইউটিউব চ্যানেলের মালিকের ও ইউটিউব কর্তৃপক্ষের টাকা ইনকাম হয়ে থাকে।

তবে ইউটিউব মনিটাইজেশন পাওয়ার পূর্বে, youtube এর নিয়ম নীতি অনুযায়ী একটি চ্যানেলের মনিটাইজেশনের শর্ত পূরণ করতে হবে। youtube মনিটাইজেশনের শর্তগুলো হল:

  1. গত একবছর মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে।
  2. গত এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে।
  3. কোন কপিরাইট স্টাইক বা কপিরাইট ক্লেইম থাকা যাবে না।
  4. Youtube এর সকল নিয়ম নীতি অনুযায়ী মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা থাকতে হবে।

০২. এফিলিয়েট মার্কেটিং করে

অনলাইনে ইনকাম করার অন্যতম মাধ্যম হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং করে বাংলাদেশের অনেক যুবক-যুবতী প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে।

এফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রিয় মাধ্যম হচ্ছে ওয়েবসাইট দ্বারা এবং ইউটিউব চ্যানেল দ্বারা। আমার পরিচিত একজন রয়েছে যিনি youtube চ্যানেলের মাধ্যমে এফিলেট মার্কেটিং করে প্রত্যেক মাসে ২০০ থেকে ৩০০ ডলার ইনকাম করতেছে।

এফিলিয়েট মার্কেটিং বিষয়টা হচ্ছে আপনি এফিলিয়েট সাইট থেকে বিভিন্ন প্রোডাক্ট এর লিংক আপনার ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে ব্যবহার করবেন। এই লিংকের মাধ্যমে গিয়ে যারা আপনার এফিলিয়েট প্রোডাক্টটি ক্রয় করবে। তাদের এই ক্রয় কৃত প্রোডাক্ট থেকে আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ওই এফিলিয়েট ওয়েবসাইট বা এফিলেয়েট কোম্পানি আপনাকে দিয়ে থাকবে।

এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রেও কিছু শর্তাবলী রয়েছে। আমাদের ওয়েবসাইটে একটি আর্টিকেল রয়েছে এফিলিয়েট মার্কেটিং বিষয় নিয়ে। আপনি চাইলে ওই আর্টিকেলটি পড়ে এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। এছাড়াও আপনি গুগলে ঘাঁটাঘাটি করলে খুব ভালোভাবে এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানতে পারবেন।

০৩. নিজস্ব পণ্য বিক্রি করে আয়

আপনি যদি নিয়মিত ইউটিউবে ভিডিও দেখে থাকেন। তাহলে আপনি হয়তোবা একটি বিষয় খেয়াল করেছেন। সেটি হচ্ছে অনেক ইউটিউবার রয়েছে যারা ইউটিউবে তাদের বিভিন্ন প্রোডাক্ট বিষয়ে ভিডিও আপলোড করে থাকে। এবং সেই ভিডিওগুলোর মাধ্যমে তাদের সেই প্রোডাক্ট গুলো বিক্রি করে থাকে।

এই পদ্ধতিটি ব্যবহার করে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। তবে এক্ষেত্রে এমন একটি প্রোডাক্ট নির্বাচন করতে হবে যেটির বর্তমান সময়ে মানুষ ভালো পরিমানে কেনাবেচা করে থাকে।

আর আপনাকে বলে রাখি youtube এ নিজের ব্যবসার মাধ্যমে ইনকাম করার মাধ্যমে কিন্তু খুবই জনপ্রিয় আমাদের দেশে এবং উন্নত দেশগুলোতে। কারণ এর মাধ্যমে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করা যায়। সেই সাথে নিজের ব্যবসাকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত করা সম্ভব।

তাই আমি আপনাকে সাজেশন দিব আপনি অবশ্যই এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখতে পারেন। কারণ এতে আপনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জনের পাশাপাশি নিজের ব্যবসার প্রসার বা উন্নতি করতে পারবেন।

৪. স্পন্সরশীপ এর মাধ্যমে আয়

বাংলাদেশের অনেক জনপ্রিয় ইউটিউব চ্যানেল গুলো স্পন্সরশিপ এর মাধ্যমে ভালো পরিমাণ অর্থ উপার্জন করে থাকে। এ মাধ্যমটি উন্নত বিশ্বে খুবই খুবই জনপ্রিয়।

তবে স্পনসরশীপ পর্যায়ে একটি ইউটিউব চ্যানেলকে উঠতে গেলে। প্রচুর পরিমাণে জনপ্রিয়তা থাকতে হবে। কারণ জনপ্রিয়তা যদি না থাকে কোন ইউটিউব চ্যানেলে তাহলে কোন কোম্পানি সাধারণত স্পন্সরশিপের জন্য অফার করে না। সেই সাথে ভিডিও কোয়ালিটি অনেক ভালো মানের হতে হবে।

স্পন্সিপ বিষয়টা হচ্ছে আপনাকে একটু খেয়াল করতে হবে youtube ভিডিও দেখার সময়। যে সকল ইউটিউব ভিডিওতে কোন কোম্পানিকে খুব ভালোভাবে উপস্থাপন করা হয় বা তাদেরকে মার্কেটিং করা হয় এই প্রক্রিয়াটিকে বলে স্পনসরশীপ।

স্পনসরশীপ করার সময় ইউটিউব চ্যানেল মালিকের সাথে সরাসরি স্পনসরশীপ কোম্পানি চুক্তি করে থাকে। সেই চুক্তি অনুযায়ী স্পনসরশীপ চ্যানেলটিকে তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকে।

৫. ভোনেশনের মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম

ডোনেশনের মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম বাংলাদেশের তেমন কোন জনপ্রিয় মাধ্যম নয়। তবে উন্নত দেশগুলোতে ডোনেশনের মাধ্যমে youtube থেকে ইনকাম প্রক্রিয়াটি মোটামুটি ভালো জনপ্রিয়। অনেক ইউটিউব চ্যানেল ডোনেশনের কারণেই ইউটিউবে কাজ চালিয়ে যেতে পারতেছে।

তো চলুন আপনাকে বোঝাই ডোনেশন বিষয়টা কি?

অনেক ছোটখাটো ইউটিউব চ্যানেল রয়েছে। যাদের youtube থেকে ইনকাম করার তেমন কোনো সুযোগ সুবিধা থাকে না। তাদেরকে তাদের দর্শক youtube চ্যানেলটিকে চলমান রাখার জন্য বা ভিডিও আপলোড রাখার জন্য অর্থ প্রদান করে থাকে। আর এই অর্থ দিয়ে ওই ইউটিউব চ্যানেলটি চলমান থাকে। এই প্রক্রিয়াটিকে ডোনেশন বলে থাকে।

তবে ডোনেশনের মাধ্যমে একটি ইউটিউব চ্যানেল থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব না। তারপরও অনেক ক্ষেত্রে এই ডোনেশনের কারণে অনেক ইউটিউব চ্যানেল তাদের চলমান কাজ চালিয়ে যেতে পারে।

তবে শুরুর দিকে আপনি চাইলে ডোনেশন করে অর্থ ইনকাম করতে পারেন youtube থেকে। তবে আমাদের দেশে ডোনেশনের মাধ্যমে অর্থ উপার্জন করা খুবই কঠিন। আমার কাছে মনে হয় বাংলাদেশের ইউটিউব দর্শক এতটা মানবিক নয়। যে ডোনেশন দিয়ে একটি ইউটিউব চ্যানেলকে চলমান রাখবে।

আমাদের শেষ কথা,

আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, এই আর্টিকেলের মাধ্যমে আপনি খুব ভালোভাবে জানতে পেরেছেন ইউটিউব থেকে আয় করার ৫টি উপায় উপায় বিষয়ে।

এখনই আপনার উচিত একটি প্রফেশনাল youtube চ্যানেল তৈরি করা। যদি আপনি ইউটিউবে নিজের ক্যারিয়ার গড়তে চান বা youtube এ ভালো কিছু অর্জন করতে চান।

বর্তমান সময়ে বাংলাদেশের লাখো লাখো তরুন ইউটিউব থেকে আয় করার ৫টি উপায় এর মাধ্যমে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। কেন আপনি ২০২৩ সালে পিছিয়ে থাকবেন। আপনিও এই ডিজিটাল সময়কে ব্যবহার করে নিজের সৃজনশীলতার মাধ্যমে youtube থেকে অর্থ উপার্জন শুরু করে দিন।

আপনাকে আরেকটি ভালো সংবাদ দিয়ে রাখি, আপনার জন্য ভালো সংবাদটি হচ্ছে আপনি কিন্তু ইউটিউব সম্পর্কিত যে কোন আপডেট বা খবর আমাদের ওয়েবসাইটে এসে দেখে নিতে পারবেন।

আমরা নিয়মিত বাংলাদেশের ইউটিউবের আপডেটের খবর ও বাংলা ভাষাতে প্রযুক্তি বিষয়ক আর্টিকেল আমাদের ওয়েবসাইটে প্রকাশ করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top